Tarikul Tabib

Entrepreneur

Tarikul Islam Tabib

Startup Entrepreneur

I am a articulate and quick thinking young person. I have a natural flame for being able to communicate and build relationships with potential clients. I am creative, innovative and willing to contribute ideas and professional opinion to any project. Seeking an opportunity to add value by contributing my knowledge and experience in a practical environment and also to enhance my professional skills in a dynamic corporate workplace.

Me

My Professional Skills

I'm a startup entrepreneur and here is my business social link. Also, contains my professional skills estimated percentage.

Customer Service Representative 80%
Mechanical Engineer 70%
Wordpress n Web Development 50%
Cricket 90%

University

2016-2020

Sonargaon University, Dhaka

BSC in Mechanical Engineering

College

2011-2015

Khulna Polytechnic Institute, Khulna

Diploma in Mechanical Engineering

School

2006-2011

Gazalia Adarsha High School

Gazalia, Kachua, Bagerhat

Science

Communication Skills:

Fluent in Bangla and English—
both verbal and written

Proficient in Public Speaking

IT Skills:

Microsoft Office

Customer care

Web Developer

Sports:

Cricket

Badminton

Football

0
completed project
0
skills
0
facebook like
0
sports award
  • রংধনু প্রেম



    রংধনু প্রেম


    সে অনেক অনেক কাল আগের কথা ........... 
    ঈদের দিন টিপ পরে সাজুগুজু করে বেড়াতে বের হলাম , এলাকার হুজুর টিপ পড়া দেখে........ পারে তো না বেত নিয়ে দৌড়ানী দেয়।😭 সেই থেকে টিপ আর পড়ি নাই। ইচ্ছাও হয় নি।😒

    তারপর একদিন তুমি টিপ কিনে নিয়ে আসলে ........😍 আমাকে পড়িয়ে দিলে নিজ হাতে। ভিতরে ভিতরে কাঁপতে কাঁপতে তো ঘেমে গেছিলাম 😂😂......... টিপ পড়ানোর সময় , তুমি যখন হাত বাড়িয়ে টিপ পড়াতে আসছিলে আমি মাথা একটু দূরে নিয়ে যাচ্ছিলাম। আর মনে মনে বলছিলাম ............. ইশ !!!! ছেলে টা করে কি !!! আবার ভাবছিলাম ......... কত কষ্ট করে খুঁজে খুঁজে আমার জন্য এই টিপ নিয়ে আসছে ছেলেটা 😇😇 ..........আমাকে যে টিপ পড়লে সুন্দর লাগবে বুঝলো কেমনে ???🤔

    তার পর ,,,,,,আমিই কিনে ফেললাম ........... তোমার পছন্দ তাই।🤪🤪
    মনে আছে ???কোনো একদিন শুক্রবারে দেখা করার সময় টিপ পড়ি নাই , মানে ব্যাগ এ ছিল না ,ওরেএএএএ সে কি রাগ !! পড়বা না , তো কিনছো কেন ??? 🥴🥴তখন আর কি করার ??? আমার সোনাআআআআ টার পছন্দ বলে কথা !!!! আই-লাইনার দিয়ে টিপ বানায় পড়লাম।😁😁
    এর পর থেকে আমার আম্মাজান তো টের-ই পেয়ে গেলো যে , তোমার সাথে দেখা করা মানে আমার কপালে টিপ থাকবেই।😎😎


    🤩🤩তাই আজ ছোট্টো এক চেষ্টা ................ তোমার জন্য "টিপ  পড়ে রংধনুর রঙে সাজা"🌈🌈🌈
  • ভালোবাসা আর গপ্পো- ৫


    ভালোবাসা আর গপ্পো- ৫


    এই শহরটা বড়ই অদ্ভুত। একটা সময় সব কিছু কেমন যেন মরিচা পড়া মনে হত। কোথাও কোন চাকচিক্যতা নেই, কোথাও প্রাণের স্পন্দন নেই, সর্বদা যান্ত্রিকতার অভিলাষ। রাস্তা দিয়ে এতো মানুষ হেঁটে যাচ্ছে আমার মনে হত এই গুলো সব ই রোবট। প্রোগ্রাম সেট করে দেওয়া সেই ভাবে চলছে তো চলছেই। এমনকি আমি ও গ্রাম থেকে চলে আসার পরে কিছুদিন যেতে না যেতেই আমাকেও রোবট ভাবা শুরু করেছিলাম।

    কিন্তু সব ভাবনা-চিন্তা মুদ্রার অন্য পিঠে চলে গেলো যখন 'তুমি' নামক একটা মানুষের সাথে পরিচয় হল। এখন এই শহরটা কে অনেক সুন্দর মনে হয়, মনে হয় এটা এখন প্রাণের শহর। প্রত্যেকটা মানুষই এখানে অনেক ভালোবাসা নিয়ে জন্মে। তোমার ভালোবাসা এই শহর কে ও ভালোবাসতে শিখিয়েছে। 

    তোমাকে নিয়ে এই শহরের ফুটপাত ধরে হাঁটতে ভালো লাগে, রাস্তার বীভৎস জ্যাম ঠেলে ঘুরতে ভালো লাগে, সন্ধ্যার নিয়ন আলোতে দুজনের ছায়া দেখতে ভালো লাগে। এমনকি তুমি পাশে থাকলে রাস্তার ধূলিকণা, বিষাক্ত বাতাস, জীবনের হিংস্রতা সবই ভালো লাগে। তুমি এমন ই এক মায়া যার সংস্পর্শে সব কিছু মায়াময় হয়ে যায়। 

    এই শহরকে এখন আর আমি কোনভাবে ই তিরষ্কার করতে পারি না। কারন এই শহর মানেই তুমি, এই শহর মানেই আমি, এই শহর মানেই আমরা। আর এই শহরের সর্বত্র বেঁচে থাকুক ভালোবাসা, প্রানের স্পন্দন।

    ত্রিমাত্রিক ভালোবাসা- এই শহর, আমি, তুমি।

  • ভালোবাসা আর গপ্পো- ৪



    ভালোবাসা আর গপ্পো- ৪

    তোমাকে নিয়ে এখনও সমুদ্র ছোঁয়া হয় নি। সমুদ্র কন্যা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আমিও আমার স্বপ্ন কন্যাকে নিয়ে যাবো তাকে দেখতে যেখানে ভালোবাসা অবিরাম।

    কুয়াকাটা, কক্সবাজার নাকি সেন্টমার্টিন- কোথায় আগে যাবো আমরা? আমাকে পছন্দ করতে বললে আমার নীল সাগর ভালো লাগে তাই সেন্টমার্টিন ই প্রথমে থাকবে। সাগর পারে বসে নীল জলে সব কিছু স্বচ্ছ দেখা যাবে তোমার স্বচ্ছ ভালোবাসার মতো। চারিদিকে নীল সাগর, ভীষন তীব্র বাতাস, উপরে নীল আকাশ আর সাথে তুমি। ঊফফফফ!!! ভাবতে কেমন অস্থির লাগছে!!!

    আকাশ-সাগরের নীলের মাঝে আমি-তুমি ও ভালোবাসার নীল বিষে একাকার হয়ে যাবো। সাগরের পার দিয়ে তোমার হাত ধরে হেঁটে যাবো, হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবো তখন বালুর উপরে পা মেলে বসে পড়ব আর সাগরের ছোট ছোট ঢেউ এসে আমাদের পা আলিঙ্গন করবে যেভাবে আমি তোমাকে আলিঙ্গন করে থাকবো।

    সমুদ্র কখনও ভালোবাসে না কিন্তু ভালোবাসতে শেখায়। আমার যতবারই তোমাকে নতুন করে ভালোবাসতে ইচ্ছা করবে ততোবারই তোমাকে নিয়ে সমুদ্র দেখতে যাবো। কথা দিলাম............

    ত্রিমাত্রিক ভালোবাসা- সমুদ্র, আমি, তুমি। 
  • ভালোবাসা আর গপ্পো- ৩



    ভালোবাসা আর গপ্পো- ৩

    সন্ধ্যার ফুটপাতে বসে প্রেম করতে ই আমার বেশি ভালো লাগে। খোলা আকাশ, নির্মল বাতাস, সবুজ গাছ আর নিয়ন আলো। সব গুলো ব্যাপার ই আমাকে খুব টানে। তোমার সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে গাছের ফাঁক থেকে যখন ল্যাম্পপোস্টের নিয়ন আলো চোখে এসে পড়ে তখন মনে হয় আকাশে সুন্দর চাঁদ চোখের সামনে খেলা করছে। আসলে কিছু কিছু মনের অনুভূতি থাকে যেগুলো অন্যকে বুঝানো যায় না, এমনকি তোমাকেও।
    ফুটপাতে পাশাপাশি বসে হাতে হাত রেখে চোখে চোখ রেখে তোমার সাথে গল্প করা। মাঝে মাঝে গল্পের মধ্যে হারিয়ে যাওয়া আবার মশার রক্ত চুম্বনে সংবিৎ ফিরে পাওয়া। ব্যাপারগুলো আসলেই জীবনকে কিছু ভালো স্মৃতি দিয়ে যায়।

    তবে রেস্টুরেন্টে আমার মোটেও ভালো লাগে না, মনে হয় বদ্ধ ঘরে কিছু নিয়ম পালন করছি। এটা করা যাবে না, ওইটা করা যাবে না, মানুষে কি মনে করবে, ক্ষ্যাত ক্ষ্যাত ভাব আরো কত্তো কি!!!

    আমার ভালোবাসার মানুষের সাথে আমি সময় কাটাবো, আমার যেমন খুশি তেমন ভাবে। ভালোবাসায় কি কোন নিয়ম মেনে চলা যায়? ভালোবাসা থাকবে সব কিছুর উর্ধ্বে।

    এই ফুটপাত গুলো কালে কালে অনেক কিছুর সাক্ষী হয়ে থাকে, যেমন আমার-তোমার ভালোবাসার সাক্ষী।


    ত্রিমাত্রিক ভালোবাসা- ফুটপাত, আমি, তুমি।
  • Gallery


















  • ভালোবাসা আর গপ্পো- ২



    ভালোবাসা আর গপ্পো- ২

    চাঁদের আলো জানালার ফাঁকা দিয়ে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে। একদম গোলগাল চাঁদের রূপালী আলোতে সর্বত্র চিকচিক করছে।

    এই মুহুর্তে বদ্ধ ঘরে আটকে থাকতে মোটেই ইচ্ছে করছে না। এখন ইচ্ছা করছে তোমাকে নিয়ে ফুটপাত ধরে হেঁটে ই যাবো কোন গন্তব্য ছাড়া। তোমার হাতে আমার হাত, একসাথে পা মিলিয়ে হাঁটা, গাছের ছায়ায় চাঁদের আলো হারিয়ে যাবে কিছু দূর পরে আবার তীব্র চাঁদের আলো আমাদের সম্মুখে তোমার-আমার ছায়া নিয়ে হাজির হবে।

    গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে কোন এক সময় মনে হবে জীবনটা আসলেই সুন্দর। হয়তো তুমি আছো বলে সব কিছু আরো বেশি সুন্দর লাগছে, হয়তো তুমি আছো বলে মুহুর্ত গুলো আরো বেশি অনুভব করছি, হয়তো তুমি আছো বলে চাঁদ আরো বেশি ভালোবাসা ছড়াচ্ছে।  উফফফফ!!! 

    ত্রিমাত্রিক ভালোবাসা- চাঁদ, আমি, তুমি। 

  • ভালোবাসা আর গপ্পো- ১



    ভালোবাসা আর গপ্পো- ১


    আজ রবিবার সন্ধ্যা, বাইক নিয়ে গ্যারেজে যাচ্ছি, পথি মধ্যে তার আবদার তিনি ও যাবেন। তো যেই কথা সেই কাজ (তাহার ও আবদার আমি ন ফেলিতে পারি)।🤪
    অনবরত টুং টাং শব্দ, গ্যারেজের কাস্টমার ওয়েটিং রুমে বসে আছি। হঠাৎ থলে থেকে খাবারের বাক্স বের হতে থাকল, দেখেই চোখ সস্থান থেকে ৩ ফিট উপরে অবস্থান নিল।🙄
    আমাকে না কি পুরো বাটি খালি করে ফেরত দিতে হবে, তাহার ও আন্টির নির্দেশ।
    আমার খাওয়া সেকেলে ২ জি স্পীডে চলে। পরক্ষনে তিনি ক্ষিপ্ত হয়ে চামচ কে এক হাত নিয়ে গেলানো শুরু করলেন, আর আমি বাধ্য ছেলের মত গিলছি, যেভাবে আম্মু ছোটবেলায় জোর করে খাওয়াতো আর কি। পুরো বাটি না পারলে ও হাফ শেষ করিয়েছে।😅
    তোমার হাতের রান্না আর হাত থেকে খাওয়া আসলেই আমার জন্যে ভাগ্যের। জিবনে অনেক কিছু ই কল্পনা করি না যেটা আল্লাহ দিয়ে দেয়।🤲
    আসলে ই তোমার ভালোবাসা অনন্য।
    ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা
  • সাম্রাজ্যবাদ ও ভালোবাসা


    সাম্রাজ্যবাদ ও ভালোবাসা


    সাম্রাজ্যবাদের ঘ্রাণ আমার মস্তিষ্কে
    খুঁজে পাই তোমার আঁচল তলে।
    তুমি কি আমার কাছে সম্রাজ্য চাও?
    এনে দেবো সব তোমার কাছে
                   তবুও ভুলনা আমাকে।

    ভালোবাসা চাই না, শুধু তোমাকে চাই
    স্পর্শ চাই না, শুধু দেখতে চাই
    শরীর চাই না, তোমাকে ই চাই
    যৌনতা এ বেলায় শুকিয়ে যায়।
    আমি যুদ্ধ করব, সম্মুখ যুদ্ধ
    ছিনিয়ে এনে দেবো, হারানো সে সম্রাজ্য।

    রক্তাক্ত প্রান্তরে হবে আবার দেখা
    হয়তো ত্রিশূল বিঁধা গায়,
    রক্তের ধারা বইছে অবিরাম
    ভালোবাসা তোমার নাইবা পেলাম।

    Purchase Your Deserving Products

    "Dangulee dokan" is always ready to serve you.

    ADDRESS

    Flat- 1A, 32/1 West Shewrapara
    Mirpur, Dhaka, Bangladesh- 1213

    EMAIL

    tarikultabib1971@gmail.com
    tarikul.inspire@gmail.com

    MOBILE

    +880 1738707727